ইচ্ছায় হোক বা অনিচ্ছায় সন্তান পালনের দায়দায়িত্বের বেশিরভাগটাই মায়ের উপর বর্তায়। সময়মতো খাওয়ানো, গোসল-টয়লেটকরানো, পড়ালেখায় হাতেখড়ি, স্কুলে আনানেয়া, হোমওয়ার্ক করানো, এমনকি জুতোর ফিতে বাঁধতে শিখানো -সবটাই মায়ের জব ড্রেসক্রিপশনের অংশ। অসুখবিসুখে সেবা দেয়া,ডাক্তারের চেম্বার,হাসপাতালে ছুটাছুটি, ওষুধপথ্যের তদারকি –সেসবও মায়েরই দায়িত্ব। তবে এসব টুকরো টুকরো দায়িত্ব যোগ হতে হতে একসময় দায়ভার-এ পরিণত হয়ে যায়।
সন্তানের অসুখবিসুখের কারণ হিসেবে অনেকসময়ই মায়ের অসাবধানতা বা অমনোযোগিতাকে দায়ী করা হয়। সন্তান রোগাপাতলা হলেও মায়ের দায়, স্বাভাবিকের চেয়ে বেশি মোটাসোটা হলেও মায়ের দায়। রোগা হলে বলা হবে,মা ঠিকমতো যত্ন নিচ্ছে না,আবার মোটা হলে বলা হবে মায়ের অতি-আহ্লাদ। আর সন্তান বিপথে গেলে তো কথাই নেই –মায়ের ব্যর্থতা শতভাগ!