ব্যর্থতার অর্ধশত বছর
একবার লিডারশিপের উপর একটা ইন্সপিরেশনাল বক্তৃতা দেয়ার পরে প্রশ্নোত্তর পর্বে আমার কাছে জানতে চাওয়া হলো – কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমি বিফল হয়েছি কি না? সেই মূহুর্তে আমি উত্তর দিয়েছিলাম: না। কিন্তু সেই উত্তরটা ছিল একেবারেই ভুল। পরে আমি বিশ্লেষণ করে দেখলাম, আমার জীবনে ব্যর্থতার দায়ভারই বেশি!
প্রত্যেকের জীবনই একেকটা উপন্যাস। ঘটনাবহুল জীবনে হেরে যাওয়ার, আর না-পারার মুহূর্তগুলোও কম গুরুত্বের নয়।
আমার ব্যর্থতা, অপমান আর না পারার কথাগুলো নিয়ে হাজির হচ্ছি হাসিনের খেরোখাতা‘য় এবারের বইমেলায়। সাথে থাকুন!
ফেইসবুক কমেন্ট - Facebook Comments