হাসিন জাহান
ঢাকা, বাংলাদেশ

আমি হাসিন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে পৌঁছেছি জীবনের প্রায় মাঝ বরাবর। পথ চলতে চলতে অনেক কিছু দেখা হয়েছে, জানা হয়েছে, শেখা হয়েছে। অনেক সময় চোখের দেখার বাইরেও অনেক বিষয় অনুধাবন করেছি ভিন্নভাবে। প্রত্যেকটা মানুষের জীবনই বোধহয় এক একটা উপন্যাস। আমার জীবনের উপন্যাসের পাতাগুলো থেকে কিছু পাতা ছিঁড়ে ডিজিটাল স্মৃতির খাতায় জমা রাখার জন্য এই ব্লগ। আর তাতে যদি কারো ভালো লাগে, সেটা হবে বাড়তি পাওনা। একটাই জীবন, তাই এর প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দময় আর আলোকিত!

খোঁজ করুন
খোঁজ করুন
পথ চলতে

ব্যর্থতার অর্ধশত বছর

on
January 19, 2020

একবার লিডারশিপের উপর একটা ইন্সপিরেশনাল বক্তৃতা দেয়ার পরে প্রশ্নোত্তর পর্বে আমার কাছে জানতে চাওয়া হলো – কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমি বিফল হয়েছি কি না? সেই মূহুর্তে আমি উত্তর দিয়েছিলাম: না। কিন্তু সেই উত্তরটা ছিল একেবারেই ভুল। পরে আমি বিশ্লেষণ করে দেখলাম, আমার জীবনে ব্যর্থতার দায়ভারই বেশি!

প্রত্যেকের জীবনই একেকটা উপন্যাস। ঘটনাবহুল জীবনে হেরে যাওয়ার, আর না-পারার মুহূর্তগুলোও কম গুরুত্বের নয়।

আমার ব্যর্থতা, অপমান আর না পারার কথাগুলো নিয়ে হাজির হচ্ছি হাসিনের খেরোখাতা‘য় এবারের বইমেলায়। সাথে থাকুন!

ফেইসবুক কমেন্ট - Facebook Comments
TAGS

LEAVE A COMMENT